খ ইউনিট
(মানবিক বিভাগ)
খ-ইউনিটের মাধ্যমে মানবিক শাখার ছাত্র-ছাত্রীরা কলা ও সামাজিক বিজ্ঞান আনুষদ সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং যোগ্যতা সাপেক্ষে নির্দিষ্ট আসনে ভর্তি হতে পারবে।
মানবিক বিভাগ
মানবিকের শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে কলা ও মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের অধিনের বিভিন্ন বিভাগের অধ্যয়ন করতে পারবেন। এর প্রতিটি বিভাগই বিশেষায়িত শিক্ষা প্রদান করে বিশেষজ্ঞ হিসেবে শিক্ষার্থীকে গড়ে তোলে। মানবিক শাখার শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য প্রায় শতাধিক বিভাগ রয়েছে দেশ-বিদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে।
বাংলা – খ
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, গদ্য ও পদ্য অংশ থেকে বেশ কিছু প্রশ্ন প্রতিবার আসে। এর মূল বিষয়, লেখক পরিচিতি ইত্যাদি বিষয় জানতে হবে।
ব্যাকরণ অংশের জন্য ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগধারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এগুলোর ভালো অনুশীলন দরকার।
English – B
Grammar is the key topics for doing good in admission tests. Students have to have good understanding on comprehension, vocabulary and other relevant topics.
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলির ওপর প্রশ্ন থাকবে। এ অংশে ভালো করতে হলে অবশ্যই জাতীয় এবং আন্তর্জাতিক চলতি ঘটনাবলির ওপর নজর রাখতে হবে।
Watch our video
Register Now!
If your are a student who is looking for digital contents with access to improved learning-please join us today !